Tuesday, October 13, 2009

কোন ISP টাকা এবং সেবার দিক থেকে সবচেয়ে ভাল ? ( আপডেটেড )

আমরা যেখানে ফ্রি নেটের সুবিধা পেতাম সেখানে এখন টাকা দিয়ে নেটের সুবিধা পেতে হচ্ছে তাও টাকার তুলনায় সার্ভিস অত্যন্ত নগন্য । এছাড়াও কিছুদিন পরে পরে ব্রডব্যান্ডের লাইনে সমস্যা হলে তো কথাই নেই আমাদের মত কম্পিউটার প্রেমীদের পরতে হয় ভোগান্তিতে । আবার আমাদের দেশের সব জায়গাতেই ব্রডব্যান্ডের লাইন এখনও পোছয়নি যার ফলে অনেককেই ব্যবহার করতে হয় gprs অথবা edge মডেমে । যার খরচ অত্যাধিক বেশী কেননা তাকে প্রথমেই একটি মডেম কিনতে হয় আর একটি ভাল মডেম কিন্তু ৪০০০ – ৫০০০ টাকা খরচ পরে । আর যে কোম্পানিরই সিম দিয়ে সে মডেম চালাবে তাকে এজন্য সিম কিনতে প্রায় ১০০০ টাকা দিতে হয় । আমি জানি অনেকেই আপনারা ব্রডব্যান্ডের প্রতি অনাগ্রহ কিন্তু খারাপের মাঝে ২-১ টা ভালও থাকে এটা ব্যাতিক্রম নয় । আমি নিজেও কয়েকটি লাইন চালিয়েছি যেমন প্রথমে চালিয়েছি বাংলালিংক দিয়ে gprs মডেম দেখলাম কখণও কখনও ০ বিটেও নেমে আসে ।এটা ২০০৮ এর ঘটনা । তার এক মাস পরে নিলাম ব্রাক নেট , দেখলাম ওদের কেরামতি । ইচ্ছাছিল ওদের সার্ক এনার্জি ড্রিংক খায়িয়ে স্পিড বাড়াতে । যাইহোক ডাউনলোড স্পিড দেয়ার কথা ছিল ৩২ কেবিপিওস । কিন্তু পেতাম ৭-১২ ।এর মাঝে ১৩ দিন নেটের লাইনই ছিল না ।

sfc

এরপর আমার বন্ধু ISP থেকে Reseller হিসেবে নেট আনে আমার ও আর এক বন্ধুর জন্যে । কিন্তু ব্রডব্যান্ডের উপরে অনেক রাগছিলাম তাই মনে মনে বলেছিলাম আর নেট চালাব না । কিন্তু ওই বন্ধুর ওখানে মাঝে মাঝে ফ্রি চালাতাম । ৩ মাস ধরে পর্যবেক্ষন করলাম ওদের সার্ভিস । দেখলাম অন্যন্য ISP থেকে ওদের সার্ভিস অনেক গুনে ভাল আর মাসে মাসে বিলও কম । এই Isp এর নাম Maisha সংক্ষেপে Mtlbd । আমি যতটা জানি আমার বন্ধু ব্রাউজিং স্পিড ১২৮-১৯৬ কেবিপিএস এর জন্য ISP কে দেয় ৫০০ টাকা । আর আমি আমার বন্ধূকে দেই ৭০০ টাকা মাসে । আর আমি ডাউনলোড স্পিড পাই ২০-২২ কেবিপিএস । আর ব্রাউজিং স্পিড ২৫৬-৩২০ কেবিপিএস এ স্পিড পাওয়া যায় ৪০-৫০ কেবিপিএস । তবে বেশীরভাগ সময়ই ৪০+ থাকে । এটার জন্য ISP কে দিতে হয় ৯০০ টাকা আমি যদি নেই তবে ওকে ১০০০ দিব ।

দেখুন আমি যে স্পিড পাইঃ
 কোন ISP টাকা এবং সেবার দিক থেকে সবচেয়ে ভাল ? ( আপডেটেড ) | Techtunes

এদের প্রায় পুরো ঢাকা জুড়েই নেটের লাইন আছে । আপনারা যদি কখনও Maisha এর নেট ব্যভহার করে থাকেন আশা করি তখন বুঝবেন এদের সেবার মান কতটুকু । তবে সেবা শুধুমাত্র ISP এর উপর নুর্ভর করে না Reseller দের উপরও নির্ভর করে । তাই আগে রিসেলারদের সেবা দেখে নিন । আশা করি ব্রডব্যান্ড ব্যবহার করার মজাটা বুঝবেন Maisha এর লাইন ব্যবহার করলে । আমি নেটে এদের ম্যাপ খুজেছিলাম দেখাতে কোথায় কোথায় ওদের শাখা আছে কিন্তু পাই নাই । আশা করি সবার বাসার খুব কাছেই এদের রিসেলার দের পাবেন ।

আপনাদের জন্যে আমি Maisha এর অফিস গুলোর ঠিকানা ও ফোন নম্বর দিয়ে দিচ্ছি ।

বনশ্রী শাখাঃ
H#17 ( 1st Floor ) , Road-B,Banasree,Rampura
Dhaka – 1219
Phone: 7286790,7287600
Mobile : 01713-194869

মতিঝিল শাখাঃ
78 motijheel C/A , 6th Floor, Dhaka – 1000
Phone : 9570245
Mobile : 01713-194880

খিলগাও শাখাঃ
H#271/C[GF],Khilgaon
Dhaka-1219
Phone:7218113
Mobile: 01713194897

পল্টন শাখাঃ
40/3 Naya Paltan VIP Road , 3rd Floor
Dhaka-1000
Phone: 8362072
Mobile: 01713-194876

বংশাল শাখাঃ
Shahid Syed Nazrul Islam Sharani
North South Road,Bongsal
Mobile: 01713-194868

ধানমন্ডি শাখাঃ
H#31/A, 1st Floor,Road-9,Dhanmondi
Dhaka-1209
Phone-9145419
Mobile: 01713-194893

গুলশান শাখাঃ
30,Shazad Plaza,2nd Floor,Gulshan-2
Dhaka-1212
Phone-8832592
Mobile:01713194890

নিকুন্জ শাখাঃ
H#8 [GF], Road-18,Nikunjo-2,
Dhaka-1219
Phone:8957836
Mobile:01713-194883

মিরপুর শাখাঃ
219,Rokeya Saroni Road Senpara, Parbota,Mirpur-10
Dhaka-1207
Phone:9015452
Mobile:01713-194898

উত্তরা শাখাঃ
H#35[GF], Road-7,Sector-4, Uttara Model Town
Dhaka-1230
Phone:8957465
Mobile:01713194886

টংগী শাখাঃ
Mobile : 01713-194867

0 comments:

Post a Comment