Saturday, October 10, 2009

লক বা হাইড করুন যেকোন ফাইল বা ফোল্ডার ( আনডিলেটেবল )

আমরা অনেকেই নিজের প্রাইভেসির জন্য ফাইল এবং ফোল্ডার লক বা হাইড করে থাকি । কিন্তু আমরা বেশির ভাগই যেসব সফটওয়ার ব্যবহার করে থাকি সেগুলো আনডিলেটেবল সুবিধাটি দেয় না মানে আপনার লক করা ফাইল এবং ফোল্ডার যে কেউই ডিলেট করে ফেলতে পারে । আর একটি সফটওয়ার দিয়ে লক এবং হাইড দুটি সুবিধা একসাথে খুবই কম পাওয়া যায় । আপনারা যদি একটি সফটওয়ার ব্যবহার করেন তাহলে সবগুলো সুবিধাই পেতে পারেন । নিচের ছবিটি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন ।


ree


এখান থেকে ডাউনলোড করতে পারবেন । সফটওয়ারটির সাইজ মাত্র ২২৬ কিলোবাইট । লক করার আগে অবশ্যই পাসওয়ার্ডটি লিখে রাখুন । তো প্্রাইভেসি রক্ষা করতে সমস্যাই থাকবে না । সকলকে ধন্যবাদ..........

0 comments:

Post a Comment