Saturday, October 10, 2009

৫ মিনিটেই ফিরিয়ে আনুন হারিয়ে যাওয়া সব ফাইল

আমরা অনেকেই কোন প্রয়োজনীয় ফাইল হারিয়ে বসে থাকি । কিন্তু আপনি হারিয়ে যাওয়া ফাইলগুলো খুব সহজেই ফরিরিয়ে আনতে পারবেন খুব সহজেই । এজন্য আপনার কোন সফটওয়ার প্রয়োজন হবে না । আমার এই টিপসটি অনেকেই জানেন কিন্তু যারা এই টিপসটি জানেন না তাদের জন্যই আমার এই টিউনটি করা । আশা করি যারা জানেন না তারা খূব উপকৃত হবেন ।

এর জন্য আপনাকে প্রথমেই Start মেনু তে যেতে হবে । এরপর All Program এ গিয়ে Accessories এ যান । দেখুন ওইখানে System tools পাবেন । এরপর আপনাকে যেতে হবে system Restore এ । তখন নিচের ছবির মত দেখতে পাবেন


sd


ওখানে লেখা থাকবে Restore my computer to an earlier time এটি ডিফল্ট হিসেবেই থাকবে । এটাই রেখে Next ক্লিক করুন । তারপর দেখতে পাবেন ঠিক এই ছবির মত


d


আপনি যদি ভাইরাস দূর করতে চান তাহলে যেদিন আপনার মনে হয় আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে ঠিক আর আগে যে কোন একটি বোল্ড তারিখে ক্লিক করুন । বা যদি কোন তারিখে ফাইল ডিলেট হয়ে থাকে তাহলে এই তারিখ ক্লিক করুন । এবার Next চাপুন । ভ্যাস এখন ২-৪ মিনিট বসে থাকুন ও নিজে নিজেই কম্পিউটার Restart করে চালু হবে । এখন দেখুন আপনার কম্পি্উটার ঠিক আগের মত সব ফাইল যেখানে আপনি রেখেছেন সেখানেই আছে ।

যদি কারও উপকারে আসে তাহলেই এই টিউনটি সার্থক । সকলকে ধন্যবাদ.............

1 comments:

Anonymous said...

you have to write more well things so that we can be benefited.

Post a Comment