আমরা অনেকেই কোন প্রয়োজনীয় ফাইল হারিয়ে বসে থাকি । কিন্তু আপনি হারিয়ে যাওয়া ফাইলগুলো খুব সহজেই ফরিরিয়ে আনতে পারবেন খুব সহজেই । এজন্য আপনার কোন সফটওয়ার প্রয়োজন হবে না । আমার এই টিপসটি অনেকেই জানেন কিন্তু যারা এই টিপসটি জানেন না তাদের জন্যই আমার এই টিউনটি করা । আশা করি যারা জানেন না তারা খূব উপকৃত হবেন ।
এর জন্য আপনাকে প্রথমেই Start মেনু তে যেতে হবে । এরপর All Program এ গিয়ে Accessories এ যান । দেখুন ওইখানে System tools পাবেন । এরপর আপনাকে যেতে হবে system Restore এ । তখন নিচের ছবির মত দেখতে পাবেন
ওখানে লেখা থাকবে Restore my computer to an earlier time এটি ডিফল্ট হিসেবেই থাকবে । এটাই রেখে Next ক্লিক করুন । তারপর দেখতে পাবেন ঠিক এই ছবির মত
আপনি যদি ভাইরাস দূর করতে চান তাহলে যেদিন আপনার মনে হয় আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকেছে ঠিক আর আগে যে কোন একটি বোল্ড তারিখে ক্লিক করুন । বা যদি কোন তারিখে ফাইল ডিলেট হয়ে থাকে তাহলে এই তারিখ ক্লিক করুন । এবার Next চাপুন । ভ্যাস এখন ২-৪ মিনিট বসে থাকুন ও নিজে নিজেই কম্পিউটার Restart করে চালু হবে । এখন দেখুন আপনার কম্পি্উটার ঠিক আগের মত সব ফাইল যেখানে আপনি রেখেছেন সেখানেই আছে ।
যদি কারও উপকারে আসে তাহলেই এই টিউনটি সার্থক । সকলকে ধন্যবাদ.............
Saturday, October 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
you have to write more well things so that we can be benefited.
Post a Comment