McAfee SiteAdvisor Plus :
এটা নিয়ে এর আগেও একটি টিউন আমি করেছিলাম কিন্তু ওটা ছিল পুরাতন ভার্সন । এই ছোট সফটওয়ারটি আপনার ইন্টারনেট ব্যবহারকে মেলওয়ার এবং ভাইরাস থেকে সুরক্ষিত রাখবে । এটা ঠিক Avg link checker এর মত কাজ করবে । এই সফটওয়ারটি আপনি ফ্রি ৬ মাসের লাইসেন্সসহ ডাউনলোড করতে পারবেন । এজন্য আপনাকে এই লিংকে যেতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে । এজন্য আপনার একটি মেইল এড্রেস প্রয়োজন হবে যার মাধ্যমে আপনি একাউন্ট চালু করতে পারবেন এবং ফ্রি ৬ মাস এই সফটওয়ারটি ব্যবহার করতে পারবেন ।
Google Background Changer :
এটা হল মজিলার একটি এড অন যার মাধ্যমে আপনি গুগলের নাম এবং ব্যাকগ্রাউন্ড পিকচার চেন্জ করতে পারবেন । এটা ব্যবহার করা একদমই খুব সহজ । এখান থেকে এড অনটি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন ।
হারিয়ে যাওয়া অপসনগুলো ফেরত আনা
অনেক সময় ভাইরাসের কারনে আমাদের registry , cmd , task manager , older option , system restore এবং run command অপসনগুলো আমরা আর খুজে পারই না । কিন্তু এই সফটওয়ারটি দিয়ে আপনি খুব সহজেই তা পুনরায় আবার ফেরত আনতে পারবেন । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন ।
ড্রাইভ হাইড করে রাখা
আমরা অনেক সময় পার্সোনাল কিছু জিনিষ আড়াল করে রাখতে চাই কেননা কেউ চাইলে মুখের উপরে না বলতে পারি না আবার চাই ও না তাকে দিতে । এই জন্য কোন ড্রাইভ হাইড করে রাখাই ভাল । এখান থেকে ড্রাইভ হাইড করার সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন ।
ড্রাইভ লক করে রাখা
কেউ যদি চান তাহলে আপনি আপনার ড্রাইভটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে পারেন । এজন্য এখান থেকে একটি সফটওয়ার ডাউনলোড করে ব্যবহার করতে হবে ।
0 comments:
Post a Comment