Saturday, October 17, 2009

ছোট ছোট কিছু সফটওয়ার কিছু কাজের টিপস

জানি না আমার টিউন সবার কাছে কেমন লাগে কিন্তু আমি সব সময়ই চাই সকলকে প্রযুক্তির কাছা কাছি রাখতে এবং ভাল কিছু উপহার দিতে । কিন্তু কতটুকু সফল বা ব্যর্থ তা সকল ভিজিটর এবং টিউনারগনই ভাল বলতে পারবেন । যাইহোক আজকে কিছু ছোট কিন্তু কাজের সফটওয়ার নিয়ে টিউনটি সাজানো হয়েছে । হয়ত কারও উপকারে আসবে হয়ত বা না । তারপরও যদি নূন্যতম এজনের উপকারেও আমার টিউনটি কাজে আসে তাহলেই আমি আমার টিউনটি সার্থক বলে মনে করব ।

McAfee SiteAdvisor Plus :


এটা নিয়ে এর আগেও একটি টিউন আমি করেছিলাম কিন্তু ওটা ছিল পুরাতন ভার্সন । এই ছোট সফটওয়ারটি আপনার ইন্টারনেট ব্যবহারকে মেলওয়ার এবং ভাইরাস থেকে সুরক্ষিত রাখবে । এটা ঠিক Avg link checker এর মত কাজ করবে । এই সফটওয়ারটি আপনি ফ্রি ৬ মাসের লাইসেন্সসহ ডাউনলোড করতে পারবেন । এজন্য আপনাকে এই লিংকে যেতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে । এজন্য আপনার একটি মেইল এড্রেস প্রয়োজন হবে যার মাধ্যমে আপনি একাউন্ট চালু করতে পারবেন এবং ফ্রি ৬ মাস এই সফটওয়ারটি ব্যবহার করতে পারবেন ।


Google Background Changer :


এটা হল মজিলার একটি এড অন যার মাধ্যমে আপনি গুগলের নাম এবং ব্যাকগ্রাউন্ড পিকচার চেন্জ করতে পারবেন । এটা ব্যবহার করা একদমই খুব সহজ । এখান থেকে এড অনটি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন ।

হারিয়ে যাওয়া অপসনগুলো ফেরত আনা


অনেক সময় ভাইরাসের কারনে আমাদের registry , cmd , task manager , older option , system restore এবং run command অপসনগুলো আমরা আর খুজে পারই না । কিন্তু এই সফটওয়ারটি দিয়ে আপনি খুব সহজেই তা পুনরায় আবার ফেরত আনতে পারবেন । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন ।

ড্রাইভ হাইড করে রাখা


আমরা অনেক সময় পার্সোনাল কিছু জিনিষ আড়াল করে রাখতে চাই কেননা কেউ চাইলে মুখের উপরে না বলতে পারি না আবার চাই ও না তাকে দিতে । এই জন্য কোন ড্রাইভ হাইড করে রাখাই ভাল । এখান থেকে ড্রাইভ হাইড করার সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন ।


ড্রাইভ লক করে রাখা


কেউ যদি চান তাহলে আপনি আপনার ড্রাইভটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে পারেন । এজন্য এখান থেকে একটি সফটওয়ার ডাউনলোড করে ব্যবহার করতে হবে ।

0 comments:

Post a Comment