Saturday, October 10, 2009

নিজেই তৈরি করুন নিজের E-Card চমৎকার সব ফ্রেমে

আমরা অনলাইনে বিভিন্ন দিবসে E-Card পাঠাই । কিন্তু নিজের পছন্দের E-Card পাঠানো অনেক ঝামেলা । কিন্তু আপনি এখন এ কাজটি খুব সহজ ও দ্রুততার সাথে করতে পরবেন । আমি নিজেও এটি ব্যবহার করছি । E-Card তৈরি করতে আপনার কোন সফটওয়ার ইনস্টল করার প্রয়োজন নেই ।

ds

শুধু আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে । আর সেটি হল http://www.frameshow.com/gallery.php । ওখানে অনেক গুলো ফ্রম দেয়া থাকবে পছন্দ হলে ওখান থেকে নিন আর না হলে অন্য পেজে পছন্দের ফ্রেমটি খুজুন । পছন্দের ফ্রেম পেলে ওটার উপর মাউসটি ধরুন লেখা দেখবেন Create e-car (free) ক্লিক করুন । সেখানে আপনি নিজের কম্পিউটার থেকে ছবি অথবা লিংক দিতে পারেন । পরে সেন্ড E-Card এ ক্লিক করুন । এখানে অপশন পাবেন কম্পিউটারে সেভ করার । তে শুরু করে দিন আপনার বন্ধুকে আপনার পছন্দের E-Card পাঠানো। সকলকে ধন্যবাদ........................

0 comments:

Post a Comment