আমরা ছোট থেকেই গেমসের আসক্ত হয়ে গেছি । ভাল গেমসস বের হলেই আমরা কে না সিডি কিনে খেলি । যাইহোক এর আগেও কয়েকটি গেমস নিয়ে টিউন করেছিলাম আপনাদের মেটামুটি ভালই সাড়া পেয়েছিলাম তাই আজকেও ছোট কয়েকটি গেমস নিয়ে টিউন করতে বসলাম । আশা করি গেমস প্রেমীদের খু্ব ভাল লাগবে গেমসগুলো।
১ . Air Strike :
এই গেমসগুলো মূলত বিমান বাহিনীর যুদ্ধ কৌশল নিয়ে । এই গেমসগুলোর একাধিক স্টেজ আছে এক স্টেজ পের হলে অন্য স্টেজে যেতে পারবে । গেমসগুলো খেলতে খুব ইজি । এখান থেকে ডাউনলোড করতে পারবেন । গেমসটি মাত্র ১৪.৫৫ মেগাবাইটের ।
২ . Air strike II :
এটা Air strike এর দ্বিতীয় ভার্সন । কিছু নতুন স্টেজ নিয়ে এই গেমসটি সাজানো হয়েছে । যার স্টেজগুলো খুব আকর্সনীয় এবং খেলতেও আশা করি ভাল লাগবে । এখান থেকে আপনি গেমসটি ডাউনলোড করতে পারবেন । গেমসটি মাত্র ২৬.৫৫ মেগাবাইটের ।
৩ . Air Strike III Gulf Thunder :
এই গেমসটা একটু কঠিন স্টেজ দিয়ে সাজানো হয়েছে কিন্তু প্রতিটি স্টেজেই রয়েছে নতুন নতুন আকর্ষন । এখান থেকে গেমসটি ফ্রি ডাউনলোড করতে পারবেন । গেমসটি মাত্র ২০.২৭ মেগাবাইটের ।
গেমসগুলো খেলার সুবিধার জন্য আমি কন্ট্রলগুলো উল্লেখ করে দিলাম ।
always weapon = A
Missile Weapon = S
Weapon Change = D
Always weapon change = Z
আশা করি এখন গেমসগুলো খেলতে আর কোন সমস্যা হবে না । সকলকে ধন্যবাদ …………………………………
0 comments:
Post a Comment