Sunday, October 18, 2009

অসাধারন কয়েকটি ওয়েবক্যাম এর ডিজাইন

আমরা অনেকেই ভিডিও চ্যাট করতে পছন্দ করি । এর জন্য অবশ্যই আমাদের একটি ওয়েবক্যামের প্রয়োজন হয় । কিন্তু আমরা সাধারনত যে সব ওয়েবক্যাম ব্যবহার করে থাকি তা খুব একটা ভাল ডিজাইন বা ভাল রেজুলেশনের না । তাই আজ কয়েকটি ওয়েবক্যামের অসাধারন ডিজাইন আপনাদের সামনে তুলে ধরলাম জানিনা আপনাদের কাছে ডিজাইনগুলো কেমন লাগে । তবে আমি কিন্তু ভিডিও বা ভয়েস চ্যাট করি না । আপনাদের জন্যই এই টিউনটি করা হয়েছে ।

Robot Webcam:


Virus Webcam:


Happy-Kid


Q Dog


Bubble Head


MyPet Monkey


Panda


Doggie Donny


Doraemon


Garfield


Robot


Foot

Saturday, October 17, 2009

ছোট ছোট কিছু সফটওয়ার কিছু কাজের টিপস

জানি না আমার টিউন সবার কাছে কেমন লাগে কিন্তু আমি সব সময়ই চাই সকলকে প্রযুক্তির কাছা কাছি রাখতে এবং ভাল কিছু উপহার দিতে । কিন্তু কতটুকু সফল বা ব্যর্থ তা সকল ভিজিটর এবং টিউনারগনই ভাল বলতে পারবেন । যাইহোক আজকে কিছু ছোট কিন্তু কাজের সফটওয়ার নিয়ে টিউনটি সাজানো হয়েছে । হয়ত কারও উপকারে আসবে হয়ত বা না । তারপরও যদি নূন্যতম এজনের উপকারেও আমার টিউনটি কাজে আসে তাহলেই আমি আমার টিউনটি সার্থক বলে মনে করব ।

McAfee SiteAdvisor Plus :


এটা নিয়ে এর আগেও একটি টিউন আমি করেছিলাম কিন্তু ওটা ছিল পুরাতন ভার্সন । এই ছোট সফটওয়ারটি আপনার ইন্টারনেট ব্যবহারকে মেলওয়ার এবং ভাইরাস থেকে সুরক্ষিত রাখবে । এটা ঠিক Avg link checker এর মত কাজ করবে । এই সফটওয়ারটি আপনি ফ্রি ৬ মাসের লাইসেন্সসহ ডাউনলোড করতে পারবেন । এজন্য আপনাকে এই লিংকে যেতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে । এজন্য আপনার একটি মেইল এড্রেস প্রয়োজন হবে যার মাধ্যমে আপনি একাউন্ট চালু করতে পারবেন এবং ফ্রি ৬ মাস এই সফটওয়ারটি ব্যবহার করতে পারবেন ।


Google Background Changer :


এটা হল মজিলার একটি এড অন যার মাধ্যমে আপনি গুগলের নাম এবং ব্যাকগ্রাউন্ড পিকচার চেন্জ করতে পারবেন । এটা ব্যবহার করা একদমই খুব সহজ । এখান থেকে এড অনটি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন ।

হারিয়ে যাওয়া অপসনগুলো ফেরত আনা


অনেক সময় ভাইরাসের কারনে আমাদের registry , cmd , task manager , older option , system restore এবং run command অপসনগুলো আমরা আর খুজে পারই না । কিন্তু এই সফটওয়ারটি দিয়ে আপনি খুব সহজেই তা পুনরায় আবার ফেরত আনতে পারবেন । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন ।

ড্রাইভ হাইড করে রাখা


আমরা অনেক সময় পার্সোনাল কিছু জিনিষ আড়াল করে রাখতে চাই কেননা কেউ চাইলে মুখের উপরে না বলতে পারি না আবার চাই ও না তাকে দিতে । এই জন্য কোন ড্রাইভ হাইড করে রাখাই ভাল । এখান থেকে ড্রাইভ হাইড করার সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন ।


ড্রাইভ লক করে রাখা


কেউ যদি চান তাহলে আপনি আপনার ড্রাইভটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে পারেন । এজন্য এখান থেকে একটি সফটওয়ার ডাউনলোড করে ব্যবহার করতে হবে ।

Friday, October 16, 2009

ম্যাজিক সিটি দুবাই এর অসাধারন ২৪ টি নির্মান

আমরা অনেকেই বিদেশের বড় দালান এবং তাদের দালানের নকশা দেখলেই আহ শান্তি । কিন্তু তারা তো আর একদিনে এইরকম সমৃদ্ধ হয় নি । তারা অনেক পরিশ্রম করে আজ সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বের কাছে মাথা উচু করে দাড়িয়েছে । তাদের দালানের নকশা দেখলেই বিদেশে গিয়ে থাকতে ইচ্ছা করে । তাই আজ কিছু বৈচিত্রময় দালানের কারুকাজ নিয়ে আপনাদের সামনে টিউনটি করছি আর এই টিউনটির ৭০% ভাগেরও বেশী সাহায্য করেছেন মামুন ভাই । তিনি এই দালানগুলো খুজে বের করেছেন ।

0-14 Tower


Arabian Blade


Burj Dubai
a

Dancing Towers
a

Falcon City Of Wonders


Madinat Al Arab


Dubai Old Town


The Opus


Dubai Renaissance


Dubai Towers
d

Dubai Waterfront


Dubai Hydropolis


Palm Islands


Sports Science World


The Cloud


The World


Da Vinci Tower


Arch Bridge


Dubai Mall


Dubai World Central International Airport


Golden Dome


Dubai Sports City


Dubai Metro


Dubai Marina


DubaiLand Snow Dome


আশা করি আপনাদের সকলের কাছেই নির্মানগুলো ভাল লাগবে । আর মামুন ভাইকে অনেক অনেক অনেক ধন্যবাদ । সবসময়ই যেন সাহায্য পাই এখনের মত । সকলকে ধন্যবাদ..................

আপনার ইন্টারনেটের সর্বোচ্চ সিকিউরিটি নিশ্চিত করুন

আমরা আমাদের সবসময়ই চাই নিজে একা কম্পিউটার এবং নেট ব্যবহার করতে কিন্তু তা কি আর হয় ঘরে সাবারই ছোট ভাই বোন থাকে যারা গেমস খেলতে পটু । কিন্তু অনেকেরই বন্ধু বান্ধব আসে তারি বিভিন্ন পর্ন সাইটে ঢুকে কম্পিউরের ১২ টা বাজায় এই সব ঝামেলা থেকে এখন আপনি আশা করি মুক্তি পাবেন ।





এই সফটওয়ারটির আপনার পিসি কে আপনি চাইলেই কয়েকটি ব্রাউজার অনেকগুলো ওয়েবসাইট এমনকি উইনউজের ফাইল ছাড়াও অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন । যার ফলে আপনার বন্ধু বা ছোট ভাই বোন পর্ন সাইটে ঢুকতে পারবে না এমনকি আপনার এই সফটওয়ারটি আনইনস্টলও করতে পারবেনা কারন আপনি পাসওয়ার্ড প্রটেক্ট করে রাখতে পারবেন ।


d

s




আশা করি সফটওয়ারটি আপনাদের কাজে আসবে আর আপনাদের কাজে আসলেই আমার টিউনটি সার্থক । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন । আর সর্বোচ্চ সিকিউরিটির জন্য ট্রাই আইকনটি হাইড করে রাখুন ।

Tuesday, October 13, 2009

সকলের জন্যই আমার টিউনটি করা

আমি অতি নগন্য একজন টিউনার এবং মানুষ । টিনটিন ভাই ১৫০তম টিউনটি যে আজকেই করবেন তা ভাবতে পারি নাই । কি আর করা চিন্তা করেছিলাম এর চেয়েও ভাল টিউন উপহার দিতে । কিন্তু তা আর হল না । টিনটিন ভাইয়ের ১৫০তম টিউন উপলক্ষে সকলের জন্য আমার কিছু সফটওয়ার দিচ্ছি যার মধ্যে অন্তত একটি সফটওয়ার আপনাদের সকলের ভাল লাগবে । ব্যবহার না করে তো বুঝবেন না যে সেটা আপনের ভাল লাগবে কি না ।

১ . Dream Aguarium :

সফটওয়ারটা আসলেই জটিল কেননা অন্য যেসব ডেস্কটপ এ্যাকুরিয়াম আপনারা দেখেছেন সেগুলোর সাথে এই সফটওয়ারের আকাশ পাতাল পার্থক্য পাবেন । এই এ্যাকুরিয়ামের মাছগুলো এবং পানির নারাচারা দেখলে বুঝার কোন উপায় নেই যে এটা সত্যিকারের এ্যাকুরিয়াম না । আর এই সফটওয়ারের ছবিগুলো খুবই স্পষ্ট না দেখলে বুঝার উপায় নেই । অটোমেটিকভাবে এ্যাকুরিয়ামের পর্দা চেন্জ হবে । মাছের চোখ থেকে শুরু করে সবকিছুই আপনার কাছে বাস্তব এ্যাকুরিয়ামের দৃশ্য তুলে ধরবে । যা সত্যিই মনো মুগ্ধকর । এই সফটওয়ারটি আমি খুজে পোর্টেবল ভার্সন বের করেছি না হলে বার বার লাইসেন্স করার জন্য বলত । এখান থেকে সফটওযারটি ডাউনলোড করতে পারবেন । সফটওয়ারটি মাত্র ৯.৩৪ মেগাবাইটের ।


details dream aquarium screensaver 1.14 সকলের জন্যই আমার টিউনটি করা  | Techtunes


২ . Limewire :

এই সফটওয়ারটি মূলত ইন্টারনেটের ডাটা ট্রানফার করার ক্ষেত্রে ব্যবহার করা হয় । এজন্য আপনার অবশ্যই একটি জিমেইল এড্রেস বা ফেসবুকের এড্রেস থাকতে হবে। কেননা যাকে আপনি ফাইল ট্রান্সফার করতে চান তারও কম্পিউটারে Limewire এবং জিমেইল এড্রেস বা ফেসবুকের এড্রেস থাকতে হবে। এটি জিমেইল বা ফেসবুকের এর সাথে সংগতি রেখেই তৈরি করা হয়েছে । সফটওয়ারটি এখান থেকে অথবা এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।


d


৩ . HydroPRO Icon Pack :

আইকনগুলো চমতকার এবং আকর্ষনীয় । যা আপনার কম্পিউটারের সৌন্দর্য বৃদ্ধি করবে । এখান থেকে আইকনগুলো ডাউনলোড করতে পারবেন ।


sd


আরও ৬০০ টি সুন্দর আইকন এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।


f


৪ . Quicksys DiskDefrag :

এই সফটওয়ারটি একটি আদর্শ ডিফ্র্যাগমেন টুল । খুব দ্রুত এবং গভিরভাবে ডিফ্র্যাগমেন্ট করতে পারে এই সফটওয়ারটি । সফটওয়ারটি মাত্র ১.৪১ মেগাবাইটের । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন ।


dsf